কামারখালী অঞ্চলের উদ্যোগসাহী ব্যক্তিরা তৎকালীন বৃর্টিশ শাসন আমল ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর জেলায় বোয়ালমারী থানাধীন কাামরখালী বাজারের পাশে মছলন্দপুর গ্রামে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যয়লটি। পরে এটি কামারখালী হাই ইংলিশ স্কুল হিসেবে ১৯৪২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে স্বীকৃত লাভ করে। প্রতিষ্ঠার কয়েক বছর পরে বিদ্যালয়টি মধুমতি নদীর ভাঙ্গনে পতিত হলে বর্তমান স্থানে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন (১) জনাব কেশব লাল শিকদার (২) সোলায়মান চৌধুরী (৩) শামসুল হক (৪) পূর্ণচন্দ্র সরকার (৫) শতীত চন্দ্র সাহা (৬) ইউসুফ আলী চৌধুরী (৭) তাইমুদ্দিন মোল্যা (৮) যতীন্দ্র নাথ দত্ত (৯) আব্দুল আজিজ মোল্যা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের সঠিক সহযোগিতা ও অর্থায়নে বিদ্যায়লটি প্রতিষ্ঠিত হয়। আরো জানা যায় যে ২০ দশকে বিদ্যালয়টি কামারখালী হাই ইংলিশ স্কুল এর পরিবর্তে কামারখালী উচ্চ বিদ্যালয় নামকরন করা হয়।
উপজেলা সদর হতে প্রতিষ্ঠানটির দুরত্ব পশ্চিম দিকে ১০কিঃমিঃ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসন বেসরকারী ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত সমতল গ্রামীন অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা ২৩-০২-২০১৪ অনুমোদন সহ শিক্ষা কার্যক্রম পরিচালিত। ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১১জন তার মধ্যে মহিলা সদস্য ২জন। মেয়াদ অখন্ড ৪৯০ শতাংশ ও অন্যত্র ১৪৫ শতাংশের উর্ত্তীনের তারিখঃ ২২-০২-২০১৬ বিদ্যালয়টির মোট জমির পরিমান ৬৩৫ শতাংশ । এই জমির ৫০শতাংশ ভবন সহ ১২০শতাংশ খেলার মাঠ, মোট ১৩৯ শতাংশ আবাদী জমি, ২৫শতাংশ কামারখালী বাজার সংলগ্ন বেদখল, ১৭০শতাংশ দুইটি পুকুর, অবশিষ্ঠ জমি বাগান ও অন্যান্য কাজে ব্যবহৃত। তিনটি গেট যুক্ত বিদ্যালয়টি । আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি ও সাপ্লাই পানির ব্যবস্থা আছে। ছাত্র-ছাত্রী শিক্ষক ও প্রধান শিক্ষকের জন্য আলাদা আলাদা ব্যবহার যোগ্য ৯টি পুরাতন ও ০২টি নতুন শৌচাগার বিদ্যালয়টিতে মাউশি প্রদত্ত একটি ল্যাপটপ কম্পিউটার ও একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও ইন্টারনেট চালু আছে। বিদ্যালয়ের প্রতিটি কক্ষে বৈদ্যুতিক লাইনসহ পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা আছে। কম্পিউটার পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক ও ২০০০বই সমূহ লাইব্রেরী পরিচালনার জন্য নিয়োগ প্রাপ্ত সহকারী লাইব্রেরীয়ান আছে। এ ছাড়া অধিকাংশ মুসলিম ছাত্র-ছাত্রী ও হিন্দু ছাত্র-ছাত্রী রয়েছে।
প্রায় এক শতাব্দীর প্রাচীন কামারখালী উচ্চ বিদ্যালয় আদশনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কমমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাদ তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো কামারখালী উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট।
এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কমর্চারিগণকে কামারখালী উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে-
মুহাম্মাদ বশীর উদ্দীন
(প্রধান শিক্ষক)